শ্রমিকদের সংগ্রামে নামার শপথ অভিযান  – মানিনা আমরা করোণায মরে যাওয়া ! মানিনা বেকার-নিরন্ন মরে যাওয়া !!

 যখন শ্রমিকেরা প্রতি মূহুর্তে করোণা আক্রান্ত হয়ে মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে বাধ্য হচ্ছে সেই ভয়াল সময়ে  কোনোও প্রস্তুতি, কোনোও পরিকল্পনা, কোনোও ভাবনা চিন্তা ছাড়াই, নগ্নভাবে শ্রমিক বিরোধী মোদি সরকার সারাদেশে লকডাউন চাপিয়ে দিল আর শত শত তাজা প্রাণ সম্পূর্ণ অকারনেই শেষ হয়ে গেল। প্রবাসী শ্রমিকেরা যখন সম্পূর্ণ নিরুপায় হয়ে বাড়ি ফিরবে তারা দেখলো তাদের জন্য কোন ব্যবস্থা নেই, রয়েছে সমস্ত রকম বঞ্চনা, অত্যাচার আর অপমান। চূড়ান্ত অব্যবস্থার মধ্যে শ্রমিকট্রেনগুলিতে আশী জন শ্রমিক তাদের স্ত্রী ও সন্তানেরা বেঘোরে প্রাণ হারাল। এখন যখন লকডাউন তুলে নিয়ে আমাদের আবার কল-কারখানায় কাজে ফিরে যেতে বাধ্য করা হচ্ছে, তার পিছনে আসল কারণ গত কয়েক মাস ধরে স্তব্ধ হয়ে থাকা মালিকদের মুনাফার মেশিনারিকে চালু করা, ফলে সারাদেশে বহু জায়গায়, কারখানায় আর কর্মস্থলে শ্রমিক সাথীরা করোণায়ে আক্রান্ত হচ্ছেন, শ্রামিক বস্তিগুলিতে করোণা অত্যন্ত দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে, লোকে মারা যাচ্ছে আর ব্যাপক স্তরে সেসব পরিসংখ্যান চেপে দেওয়া হচ্ছে। পুঁজিপতি আর তার দালালেরা আজ আমাদের সামনে শুধু দুটো পথ খোলা রেখেছে, দুটোই মরণের পথ, হয় করোণাযে মর, নয় অভাবে অনাহারে মর। বেঁচে থাকার কোনও পথই আজ আমাদের জন্য খোলা নেই কিন্তু বেঁচে থাকার অধিকার আমরা কারো হাতেই তুলে দিইনি। বিদেশে পড়তে যাওয়া বড়লোকদের ছেলেমেয়েদের জন্য, বেনিয়াদের জন্য, মধ্যবিত্ত শ্রেণীর ভক্তকুলের জন্য মোদি সরকার সদাই তৎপর তাদের জন্য বিশেষ বিমান তৈরি, তাদের জন্য আছে শীতাতপ নিয়ন্ত্রিত বাস। শ্রমিকরা রাস্তায় দুর্ঘটনায় অনাহারে মারা যাক তাদের জন্য সরকারের কোনও সময় নেই, নেই কোনো সহানুভূতি!